তালতলীতে ডেঙ্গু প্রতিরোধে যুব রেড ক্রিসেন্ট’র পরিচ্ছন্নতা অভিযান

admin

(তালতলী) বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। এরই মধ্যে এ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল সহ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অর্ধশতাধিকের বেশি। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে উপজেলা যুব রেডক্রিসেন্ট।

সোমবার (১১সেপ্টম্বর ) বিকেলে তালতলী বাজারের
একটি র‌্যালি বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করেন সংগঠনটির সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, উপজেলা যুবলীগের আহব্বায়ক মারুফ রায়হান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা
সহ দলনেতা লিমন গাজী,নাঈম হোসেন, নাদিয়া সুলতানা, মোঃ নাজমুল, মোঃ রেদোয়ান, মোঃ রাকিব সহ যুব সদস্যরা ছিলেন

এ বিষয়ে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, আমাদের একার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আর এই কাজটিই করে যাচ্ছে যুব রেডক্রিসেন্ট আমরা তাদের স্বাগত জানাই। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূল মাইকিং করছে বিডি ক্লিন, ও তালতালী থানা।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন