রাজউক কলেজে দেশের দ্বিতীয়বারের মতো এআই উপস্থাপক প্রদর্শন

admin

আর. আই. রেজাঃ

রাজউক উত্তরা মডেল কলেজে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তথ্যচিত্র উপস্থাপন করলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রেজেন্টার। ৩১ জুলাই রাজধানীর উত্তরার এ কলেজে ‘ Current Affairs Display Competition-2023’ শীর্ষক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপককে দেখানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থাপককে রাজউক কলেজের পোশাক পরিহিত দেখা যায়। কলেজে ছাত্রের পোশাক পরিহিত এ উপস্থাপক বেশ সাবলীল ভাবেই তথ্য পাঠ করেন। গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উপস্থাপকের দেখা মিলে চ্যানেল-২৪ এ, যার নাম ছিল অপরাজিতা। স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে রাজউক কলেজও এর অংশগ্রহণ প্রকাশ করছে। কলেজটির বাংলা মাধ্যম প্রভাতি শাখার শিক্ষার্থীদের টিমটি শুধুমাত্র প্রতিযোগিতায় উপস্থাপন করার জন্য এআই-এর সাহায্যেই “সমর্পন” নামের এই এআই রিপোর্টারের একটি প্রটোটাইপ তৈরি করে। রাজউক উত্তরা মডেল কলেজ বরাবরই ভালো রেজাল্ট করে আসছে। শুধু রেজাল্টের দিক দিয়ে নয় সকল ধরনের সৃষ্টিশীল কাজেও এ কলেজ স্বাক্ষর রাখছে।

কলেজের এ অনুষ্ঠানে এআই এর পাশাপাশি ডেঙ্গু, উচ্চশিক্ষা, বুলিং এর বিষয়েও নাটক প্রদর্শন করা হয়। বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তা নির্মুলের লক্ষ্যে এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এ নাটক ভুমিকা পালন করবে বলে আশা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। বুলিং এর উপর রাজউক কলেজ কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ সামাজিক ব্যাধি- বুলিং কে নিরুৎসাহিত করেন। যেসব বিষয়ে নাটক উপস্থাপন করা হয় তার প্রশংসা করেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে আশে পাশে সকল বিষয় লক্ষ্য রাখতে বলেন। ডেঙ্গুর প্রকোপ থেকে বাচতে সকলকে সতর্ক থাকতে বলেন এবং নাটকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এই প্রবন্ধটি শেয়ার করুন
160টি মন্তব্য