তালতলীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

admin

তালতলী (বরগুনা) প্রতিনিধি :

তালতলীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল- কবির জোমাদ্দার।

এসময় বক্তরা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালী জাতি এক কঠিন নির্মমতার মধ্য দিয়ে রাত্রি যাপন করেছিল। এই কালো রাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীদের উপর ঝাপিয়ে পড়েছিল এবং সেদিনই বাঙালী জাতি বুঝতে পেরেছিল যুদ্ধ বা সংগ্রাম করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। ২৫ মার্চ যে গণহত্যা আরম্ভ হয়েছিল তা আমাদের বিজয় দিবস পর্যন্ত চলেছে এবং সব শ্রেণীর মানুষ এই গণহত্যার শিকার হয়েছে।

তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম জানুক এই পতাকা এমনি এমনি আসেনি। তার জন্য আমাদের বহু আত্মত্যাগ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আর এর মাধ্যমে আমরা যে পতাকা পেয়েছি তা যেন সারা জীবনের জন্য সমুন্নত রাখতে পারি সেজন্য আমাদের সব সময় ভালো কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে ২৫ মার্চ কালো রাতের নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় দেশের মানুষ ও ২৫ মার্চে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এই প্রবন্ধটি শেয়ার করুন
4টি মন্তব্য