ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এ আক্রমণে দুই ব্যক্তি নিহত হন। এ রুশ হামলাকে যুদ্ধাপরাধ বলে মনে করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে রাশিয়ার একটি ‘গাইডেড বোমা’ হামলায় দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের কাছে শনিবার রাতে এই হামলার পর ভবনটিতে আগুন ধরে গেছে এমন একটি ছবি অনলাইনে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, এটা একটি যুদ্ধাপরাধ। এ হামলাই বলে দিচ্ছে রাশিয়ান আগ্রাসনের পুরো চিত্রটা কেমন।
রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে কোনো ধরনের যুদ্ধাপরাধ বা বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ রাশিয়া এর আগে সব সময় অস্বীকার করেছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করার পর প্রথম কয়েক দিনের মধ্যেই কুপিয়ানস্ক এবং তার কাছের এলাকাগুলো দখল করে নেয়।
গত সেপ্টেম্বরে ইউক্রেনের এক পাল্টা অভিযানের সময় এই এলাকাটি দখলমুক্ত করা হয়। কিন্তু এই এলাকার ওপর প্রতিদিনই মিসাইল হামলা এবং গোলা বর্ষণ করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি হামলাকারীদের “পশু” বলে বর্ণনা করেন।
তিনি বলেন, “যারা জীবনের মূল্য বোঝেন, তাদের প্রত্যেকের কাছেই উগ্রবাদীদের পরাজিত করা একটি সম্মানজনক ব্যাপার।”
এই ঘটনায় হতাহতদের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দেননি জেলেনস্কি। কিন্তু স্থানীয় কর্মকর্তারা পরে জেলেনস্কির মতো একই ছবি পোস্ট করেছেন এবং সেখানে এই হামলার বিস্তারিত জানিয়েছেন।
সূত্র : বিবিসি
Wow, superb blog format! How lengthy have you ever been blogging for?
you made blogging glance easy. The total look of
your website is wonderful, let alone the content material!
You can see similar here dobry sklep