ভারতের মণিপুর রাজ্যে নতুন করে তীব্র সহিংসতা শুরু হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় চলা সংঘর্ষে পিতা-পুত্রসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী হামলায় প্রায় ১৬ জন আহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী এই এলাকায় একটি বড় চিরুনি অভিযান শুরু করেছে। এ সময় অন্তত একজন বিদ্রোহীকে গুলিতে আহত হওয়ার পর গ্রেফতার করা হয়।
কয়েকটি সূত্র জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার মণিপুর রাজ্যে সেনাবাহিনীর ১০টি অতিরিক্ত কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে আজ ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমের জেলাগুলোতে কোনো কারফিউ শিথিল করা হবে না বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।