তালতলীর পূজামণ্ডপ পরিদর্শন করেন বরগুনা -১ আসনের এমপি পুত্র সুনাম

admin

মাহমুদুল হাসান
তালতলী (বরগুনা)প্রতিনিধি

তালতলী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরগুনা—১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পুত্র বরগুনা জেলা আওয়ামী লীগের (সাবেক) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি তালতলী সার্বজনীন শ্রী শ্রী কালী বাড়ি দুর্গা মন্দির, বগীর হাট মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, শারদীয়া দুর্গা উৎসব একটি সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক আওয়ামী লীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সতর্কতার সাথে আপনাদের পাশে আছে। সরকার প্রত্যেক মন্ডপের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, আমিও ব্যক্তিগত ভাবে সহায়তা করেছি। যেকোন সমস্যা দেখা দিলে তিনি আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতে আহবান জানান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক মু.তৌফিক উজ্জামান তনু, আওয়ামী লীগ নেতা ও নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু,যুব নেতা তারেকুজ্জামান তারেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন ।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হোসাইন মুরাদ, যুবলীগ নেতা শাওন তালুকদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সাবু কিবরিয়া বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সাগর কর্মকার প্রমুখ।

এই প্রবন্ধটি শেয়ার করুন
2টি মন্তব্য