পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।
বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বেলুচ এক বিবৃতিতে নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছেন। এদিকে দুর্ঘটনাস্থলে থাকা সাংঘর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়েজ মোহাম্মদ মারি নিহতের সংখ্যা কমপক্ষে ২০ বলে জানিয়েছেন।
তিনি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেন, ‘২০টি মৃতদেহ ও ৫০ জন আহতকে সরহরি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।’
ডননিউজ টিভি জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাস্থল করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে।
Glad to be one of the visitants on this awe inspiring website : D.
Wow, wonderful blog layout! How lengthy have you ever been running a blog for?
you made running a blog glance easy. The entire glance
of your web site is wonderful, as well as the content material!
You can see similar here sklep