তথ্যপ্রযুক্তি খাতের পেশাদারদের নিয়ে গঠিত বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা) পঞ্চম বারের মতো আয়োজন করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি সম্মেলন-২০২৩।
১৬ সেপ্টেম্বর খুলনা শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিতব্য বিটপা সম্মেলনে ১০০০+ জন পেশাজীবী অংশ নেবেন। দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করা হবে।
এ সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা)। সহযোগিতা করছে ইকমার্স প্রতিষ্ঠান “ঘরের বাজার”।
বিটপা সভাপতি জানান, বিটপা সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে—অনলাইন পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা এবং নতুন আইটি উদ্যোক্তা বৃদ্ধি করা।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের একটি প্ল্যাটফর্মের আওতায় আনতে বিটপা প্রতিষ্ঠিত হয়। আইটি প্রফেশনালদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার আদায়ের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে এ কমিউনিটি।
বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরবেন মুনির আহমেদ, হাসিন হায়দার, সোহাগ মিয়া, সাইদুর মামুন খান, ইফতেখার শিবলু, আবু তাহের সুমন, রাফায়েত রাকিব, রিফায়েত রিফাত প্রমুখ।
Wow, wonderful blog structure! How long have you ever been running a blog for?
you made running a blog glance easy. The total glance of your web site is fantastic, as
smartly as the content material! You can see similar here sklep internetowy