বিক্ষোভ করতে গিয়ে হামলার শিকার ভিপি নূর

admin

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশের) নেতার নুরুল হক নুর। এ ঘটনায় আহত ডাকসুর সাবেক ভিপি নুরসহ তার দলের বেশ কয়েকজন নেতাকর্মীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিভিন্ন দাবিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যে বিক্ষোভের ডাক দেয় ছাত্র অধিকার পরিষদ। শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু স্মারক ভাস্কর্যের সামনে গেলে নুরের ওপর হামলার ঘটনা ঘটে।

এসময় কয়েকজন যুবক নূরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যান। তাকে কিল ঘুষি মারেন। এর পর ছাত্র অধিকার পরিষদের সমাবেশও পণ্ড হয়ে যায়। 

হামলায় আহত নুরসহ তার ১০ সহযোগীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন-মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ, রাজিব। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
2টি মন্তব্য