জীবিকার প্রয়োজনে কতজনকে কতকিছু করতে হয়। এই যেমন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে দেখা গেল মাছ বাজারে। ক্রেতা হিসেবে নয়, রীতিমতো ঝুড়িভর্তি মাছ নিয়ে বিক্রি করতে বসে গেছেন তিনি। অভিজ্ঞ ব্যবসায়ীর মতো দরদাম করছেন, একটু পরপর মাছগুলোর ওপর ছিটিয়ে দিচ্ছেন পানি।
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ‘মৎসকন্যা’ নামক একটি নাটকে অভিনয় করেছেন সাবিলা। এ নাটকের শুটিং করতে গিয়েই মাছ ব্যবসায়ী সেজেছেন তিনি। নাটকটির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজধানীর মিরপুর ৬ নাম্বার সেকশনের মাছ বাজার। সেখানেই মাছ বিকিকিনিতে মেতেছেন সাবিলা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক বড় বাজার। তারমধ্যে শুটিং। বাজারে সত্যিকারের ক্রেতা–বিক্রেতাও প্রচুর। অনেক মানুষ সেখানে। শুটিং করা অনেক কষ্ট । অনেকে বুঝতেও পারেনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল। একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি। সত্যিকারের মাছ বিক্রেতা মনে করে কোনো কোনো ক্রেতা আমার সঙ্গে মাছের দামদরও করছেন। বিষয়টি বেশ মজাও পাচ্ছি। রোববার সকাল থেকে আবারও মাছ নিয়ে বসতে হবে এই বাজারে। কিছু শুটিং বাকি আছে।’
তিনি আরও বলেন, ‘শুটিংয়ের সময় কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো—এ কাজগুলো করতে হচ্ছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়। আজ সকাল থেকে মাছবাজারে বসে বসে এ কাজটি করছি।’
টিকে থাকার সংগ্রামে ব্যস্ত এক নারীর গল্প তুলে ধরা হয়েছে ‘মৎস্যকন্যা’নাটকে। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় সাবিলাকে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ। পরিচালনার দায়িত্বে আছেন আলোক হাসান। নির্মাতা জানিয়েছেন আজ সোমবার দৃশ্যধারণ শেষ হবে নাটকটির।
You really make it seem really easy with your presentation but I to find this
matter to be really one thing which I believe I’d by no means understand.
It kind of feels too complicated and very wide for me.
I am taking a look ahead to your subsequent publish, I’ll attempt to get
the dangle of it! Escape room