বরগুনায় আগুনে পুড়ে ০৬ দোকানীর কপাল পুড়ে ছাই,এখন পথের ফকির

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

বরগুনা জেলার ৯ নং এম বালিয়াতলি ইউনিয়ন এর পরীরখাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৩০ জুন) রাত ২:৩০ মিনিটের সময় এই অগ্নিকান্ড ঘটেছে।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে টানা দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এর ভিতর ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা যা বলেন,রাত ২:৩০ সময় হঠাৎ আকাশে আগুন দেখতে পাই আমরা দৌড়ে এসে দেখি বাজারে আগুন জ্বলছে। আমরা পানি দিয়ে নিভাতে পারছিনা এর ভিতর আল্লাহ রহমাতের বৃষ্টি আসতে শুরু করে তাই আগুন বেশি ছড়িয়ে পড়তে পারে নাই। এর পরে দমকল কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিস্থরা বলেন, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। যদি কেও আর্থিক সহায়তা করে তাহলে আমরা ঘুরে দাড়াতে পারবো। নয়তবা আমরা এখানে শেষ।

ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. মোঃ নাজমুল ইসলাম নাসির বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং স্থানীয়দের নিয়ে আগুন নিভাতে চেষ্টা করি পরে ফায়ার সার্ভিস যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের প্রায় ২ কটি টাকা ক্ষতি গ্রস্থ হয়েছে। এটাই ছিলো তাদের বেঁচে থাকার শেষ সম্বল।

রগুনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন