তালতলীতে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

admin

মাহমুদুল হাসান, তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে

সকাল সাড়ে ৯টার দিকে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তপু’র নেতৃতে কয়েক শতাধিক নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন ও শোক র‌্যালী করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান তপু এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু বিশেষ অতিথি ছিলেন, কড়ইবড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু,আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসান জলিল, স্বেচ্ছাসেবকলীগ তালতলী উপজেলা শাখার সাবেক সভাপতি কবির হোসেন হাওলাদারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িতরা এখনো সক্রিয়। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ললাটে দারিদ্রতা আর দূর্ণীতির পরিবর্তে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবে এদেশের উন্নয়ন-অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন