খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার সকালে ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসকদের বোর্ড তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকদের বোর্ড এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন।
হাসপাতালের কেবিনে রেখেই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার রাত ১০টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেসময় তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। এর সঙ্গে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছে মেডিকেল বোর্ড
Wow, fantastic blog structure! How long have you been running a blog for?
you made running a blog look easy. The overall look of your site is wonderful, as smartly as the content!
You can see similar here najlepszy sklep