বিশ্ব

দুই প্রাণের বান্ধবী কখনো দূরে থাকবেন না, বিয়েও করলেন একজনকে!

আন্তর্জাতিক

তাঁরা দু’জন অভিন্ন হৃদয় বন্ধু। বিয়ের পরেও একে অপরকে ছেড়ে থাকতে চাননি। সেজন্য এক অভিনব উপায় বের করলেন দুই তরুণী। একই যুবককে বিয়ে করলেন দু’জন।
এখন তিনজন একটি বাড়িতে সুখে-শান্তিতে বসবাস করছেন। শুনতে অবাক লাগলেও এই ঘটনা বাস্তবে ঘটেছে। বন্ধুত্ব ভাঙতে না চেয়ে এবং সারা জীবন পরস্পরের সঙ্গে থাকার জন্য, একই যুবকে বিয়ে করেছেন দুই তরুণী।
তবে ভারত নয়, এই ধরনের ঘটনা সাক্ষী পাকিস্তানের মুজাফ্ফরগড়। দুই তরুণীর একজনের নাম শেহেনাজ এবং অপরের নাম নূর। যে যুবককে তাঁরা বিয়ে করেছেন, তাঁর নাম এজাজ। একট পাক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেহেনাজ জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রথম এজাজের বিয়ে হয়েছিল।
এরপর প্রাণের বান্ধবী নূরকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। নূর মাঝেমধ্যে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু এই ক্ষণীকের দেখায় দুই বান্ধবীর মন ভরছিল না। তাই শেহনাজের স্বামী এজাজকে বিয়ের সিদ্ধান্ত নেন নূর। যাতে তাঁরা তিনজন একই বাড়িতে বাস করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button