বিশ্ব

বছরের শেষের দিকে ইইউর সদস্য হতে চায় কসোভো: কুর্তি

কসোভো ২০২২ সালের শেষ নাগাদ ইইউ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যালবিন কুর্তি। বুধবার এমন মন্তব্য করেছেন তিনি। কসোভোর রাজধানী প্রিস্টিনায় একটি সরকারি অধিবেশনের পরে দেশটির প্রধানমন্ত্রী এমন তথ্য দিয়েছেন। ওই সভায় ইইউ সদস্যপদ পাওয়ার জন্য একটি আন্তঃ-প্রাতিষ্ঠানিক ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। এ সময় অ্যালবিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসের সম্মানে ২৪ আগস্ট তারিখে কসোভোতে ইউক্রেনীয় সাংবাদিকদের থাকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রিস্টিনা। তিনি বলেন, এটা একটি সংহতিমূলক পদক্ষেপ। এখন সরকারের আঙিনায় ইউক্রেনের পতাকা উড়ছে।’ গণমাধ্যমকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন ‘ইউরোপিয়ান সেন্টার ফর ফ্রিডম অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া’ ও ‘ইউরোপিয়ান ফেডারেশন অফ জার্নালিস্ট’ দ্বারা চালু করা একটি প্রোগ্রামের আওতায় ১ মার্চ তারিখে ২০ সাংবাদিককে রেসিডেন্সি (বসবাসের অনুমতি) দেওয়া হয়েছিল। কসোভো আলবেনীয় মুসলিম অধ্যুষিত অঞ্চল। এটা ১৯৯৯ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় এবং ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। সার্বিয়া কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি এবং এ ভূখণ্ডের ওপর দাবি করে চলেছে। কসোভো পূর্ণ ইইউ সদস্যপদ অর্জন করতে চায় এবং ইইউ জোনের জন্য ভিসা-মুক্ত ব্যবস্থা অর্জন করতে চায়। যে দেশগুলো কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি তাদের মধ্যে সার্বিয়া, রাশিয়া ও চীন অন্যতম।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button