বিশ্ব

ইউক্রেনীয় রেলওয়ে স্টেশনে রুশ হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনীয় রেলওয়ে স্টেশনে রুশ হামলা ২৫ জন নিহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হওয়ার দিনে ওই রুশ রকেট হামলা হয়। বৃহস্পতিবারের বিবিসি প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে রুশ হামলার শিকার পাঁচজন একটি গাড়িতে পুড়ে মারা গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে ছয় ও ১১ বছর বয়সী দু’বালক ছিলো। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে ওই রুশ হামলার তথ্য দেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩১ জন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মধ্য ইউক্রেনের একটি রেলস্টেশনে হামলা করে ইউক্রেনীয় সেনাদের হত্যা করেছে। রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চ্যাপলাইন রেলওয়ে স্টেশনে একটি সামরিক ট্রেনে একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের ফলে … ইউক্রেনের সশস্ত্র বাহিনীর রিজার্ভের ২০০ জনেরও বেশি সৈনিক এবং ডনবাসের যুদ্ধকবলিত অঞ্চলে যাওয়ার পথে সামরিক সরঞ্জামের ১০ টি ইউনিট ধ্বংস হয়ে গেছে। মস্কো আরও বলেছে, তারা ইউক্রেনের পোলতাভা ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দেশটির বিমানঘাঁটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আটটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। এটা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বিমান বাহিনীর জন্য সবচেয়ে ভয়াবহ ক্ষতি।

সূত্র : আল-জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button