খেলা
ভারতের প্রতিশোধ না পাকিস্তানের দাপট


রোহিত শর্মা—এলবিডব্লু। লোকেশ রাহুল—বোল্ড। ১৩ বলের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের ১০ মাস পর ওই দুবাইয়েই যখন আরেকবার মুখোমুখি হচ্ছে দুই দল, তখন চোটের কারণে ছিটকে গেছেন আফ্রিদি।
খেলতে না পারলেও দলের সঙ্গে থেকেই পুনর্বাসনপ্রক্রিয়া চলছে তাঁর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে, যেটিতে হাঁটুতে ব্রেস লাগিয়ে ভারতের খেলোয়াড়দের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন পাকিস্তান পেসার। যুজবেন্দ্র চাহাল, কোহলি, ঋষভ পন্ত, রাহুল—আফ্রিদির খোঁজখবর নিচ্ছিলেন ভারতের ক্রিকেটাররা। পরে এক সংবাদ সম্মেলনে রাহুল তো বলেছেনও, আফ্রিদির মতো বোলারের মুখোমুখি হতে পারলে ভালো লাগত তাঁদের।