খেলা

শাহীনের পর ছিটকে যেতে পারেন আরও এক পাক পেসার

খেলা ডেস্ক

এবারের এশিয়া কাপের ওপর যেন পড়েছে ‘ইনজুরির কুনজর।’ একের পর এক চোটের খবর আসছে দলগুলোর কাছ থেকে। জাসপ্রিত বুমরাহ, শাহীন শাহ আফিদি, লিটন দাসের মতো তারকারা এরই মধ্যে ছিটকে গেছেন ইনজুরিতে। এবার আরও এক পেসারের চোটে মহা দুশ্চিন্তায় পাকিস্তান।আগামী ২৮ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে এলো ‘মোহাম্মদ ওয়াসিমের’ পিঠে ব্যাথার খবর। অনুশীলনের সময় তিনি এই চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ছিল ওয়াসিমের জন্মদিন। ২১ বছর বয়সী পাক পেসার দুবাইতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন। সেই সময় পিঠের নিচের দিকে হঠাৎ ব্যথা অনুভব করেন। দুবাইতে পৌঁছে দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশন সেরেছেন তিনি। ব্যাথার কথা জানানোর পর স্ক্যান করা হয়েছে ওয়াসিমের চোটের জায়গায়। সেই রিপোর্টের জন্য এখন অপেক্ষা করছে পাকিস্তান দল।এশিয়া কাপের পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাবরের দল। তার পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনও ক্রিকেটারের চোটকেই ছোট করে দেখতে চাইছে না দল। আফ্রিদি নেই। আরও এক পেসার ভারতের ম্যাচের আগে চোট পেয়ে গেলে বোলিং আক্রমণ যে অনেকটাই শক্তি হারাবে তা নিশ্চিতভাবেই বলা যায়।গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় ওয়াসিমের। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৭টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button