রাজনীতি

ছাত্রলীগের ৩০তম সম্মেলনে শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যান ময়দান

ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রীকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দীর মাঠ।এদিকে প্রধানমন্ত্রী আসার আগে থেকেই পুরো উৎসবের আমেজ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এই উচ্ছ্বাস আরও বাড়ে। সম্মেলন স্থলে বসে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা প্রদর্শন করছেন।

উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১০ ও ১১ মে। এর চার বছর সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button