

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এ নির্বাচনে মনোনয়ন কিনেছিলেন দুইজন। তাদের মধ্য জাহাঙ্গীর কবির মনোনয়ন পত্র জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার বলেন, ‘চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তন্মধ্যে একজন রিটার্নিং কর্মকর্তার নিকট সেটি জমা দিয়েছেন। আর কেউ জমা দেননি। তাই বিধি অনুযায়ী অপরজনকে নির্বাচিত ঘোষণা করা হবে।’
এদিকে বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর কবির। এ সময় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।