সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২রা নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের পায়রা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় উপ সহকারী নিবন্ধক জগলুল হায়দার এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আরিফুর রহমান, উপজেলা সমবায় সমিতির ব্যবস্থাপক দেবলাল রায়,লজিক প্রকল্প এর কমিউনিটি মবিলাইজেশন ফ্যাসিলিটেটর মিরাজ মাহমুদ, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী।বিবর্তন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি পাখি বেগম প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন,সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। তালতলীতে মোট ১০৬ টি সমবায় সমিতি রয়েছে।