

“মা, বাবা করে ফিরবে বলতো! তুমি কেন দিদার মতো সাদা শাড়ি পরে থাকো!
আমার আর ভালো লাগে নাকো ।
তোর বাবাতো ফিরবে নারে আর, বঙ্গবন্ধু ডাক দিল দেশ স্বাধীন করার। সে ডাক শুনেই তোর বাবা ছুটে গিয়েছিল। দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়ে দিল।
“কি এমন হয়েছিল করতেই হবে স্বাধীন? আমার বাবা না গেলে কি আসতো না এ দিন। “
এমন কথা বলতে নেই কো বাবা, পাকিস্তানী বাংলাদেশে হেনেছিল থাবা ।। বাঙ্গালীরা না বাঁচালে কে বাঁচাবে এ দেশ, বাংলা ভাষায় কথা বল হয়ে যেত শেষ।
“ওমা! একি চিন্তা করা যায়,বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলা দায়। “
বোঝ তাহলে, কি করত তোর বাবা দুমড়ে মুচড়ে দিল কালো হাতের থাবা।”
“বেশ করেছে। মাফ করে দাও আমাই তুমি মা, বাবা আমার বীরযোদ্ধা আগে বুঝতাম না। আমিও যদি সেই সময়ে বাবার মতো হতাম, দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়ে দিতাম
‘বাছা আমার’ মুক্তিযোদ্ধার ছেলে তুমি,অনেক বড় হও, | বাবার মতো সৎ সাহসী, সত্যবান হয়ে রও। দেশের মাঝে এখনো যারা আছে দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে সব সময় হয়ে ওঠো বিদ্রোহী।
মোসা: হাফিজা খাতুন, শাহ্দৌলা সরকারি কলেজ, বাঘা, রাজশাহী।