সাহিত্য

কবিতাঃ গুরু-শিষ্য

মোঃ তোফাজ্জেল হোসেন

গুরু-শিষ্য

মোঃ তোফাজ্জেল হোসেন


গুরুর চরণ ভজন কর আরজি সবার কাছে ,
বিদ্যাপতি যা হও তুমি সবই গুরুর দানে ।
গুরুর হিয়া সায়র সম দয়া বক্ষমাঝে ,
আগাছা সব ছেটে ফেলে সাঁজায় নব সাঁজে ।

হস্তে তাহার পদ্ম-মধু পিয়াস মিটাই তাহে ,
ঊষার আলো জ্বলে আরো তাহার চরণ-দ্বয়ে ।
সে গুরু আজ একটি টাকায় বিক্রি করে মগজ ,
আত্মসম্মান বলি দিয়া করে শিস্যের ভজন ।
মান অপমান সবই সমান পায় যদি সে টাকা ,
গুরুর প্রতিদ্বন্দ্বী গুরু ভুলে যায় সব মায়া ।
এই হইল ভাই গুরুর দশা শিস্যের কথা বলি-
আদর্শতা চাহেনা সে করেনা গুরু ভক্তি ।
গুরু হইল টাকার গোলাম গৃহে যার গমন ,
মিল-অমিলের দ্বন্দ্ব হলে ছিড়ে যায় সে বন্ধন ।
বুঝেও আজ বুঝেনা শিস্য গুরুর কদর কোথায় ?
অভিভাবক করে মজা আরে গুরু টাকায় বিকায় ।
এই হইল ভাই – গুরু- শিষ্যের বাস্তব নিদর্শন ,
শিস্য আজি গুরুর চরণ করেনা গো ভজন ।
অন্তরাত্মা দিয়া যদি কর গুরু পেশা,
কষ্ট ছাড়া সুখ নাহি পাবে ঈষৎ আবেগ বৃথা ।
তাইতো বলি সবায় আমি আসল শিস্য যেথায় ,
গুরুর চরণ মুক্তার মতন ভক্তি পায়গো সেথায় ।
সবায় আমি মিনতি করি চল দক্ষ গুরুর খোঁজে ,
স্বর্ণ সম শিস্য সেথায় ঘুমায় চরণতলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button