পরিবেশ প্রকৃতি

বিশ্বের ধনী দেশগুলোতে কার্বন নিঃসরণ বাড়ছে

রিয়াজুল ইসলাম, বাসাবো প্রতিনিধি

বিশ্বের ২০টি ধনী দেশগুলোতে কার্বন নিঃসরণের হার দ্রুত বাড়ছে। ‘দ্য ক্লাইমেট ট্রান্সপারেন্সি রিপোর্ট’ নামে নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ১৬টি গবেষণা সংস্থা ও পরিবেশগত গোষ্ঠীর তথ্যের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, ধনী ও উন্নত দেশগুলোর জোট জি-২০-এর সদস্যদেশগুলোতে এ বছর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন ৪ শতাংশ বাড়বে। গত বছর করোনা মহামারির কারণে এসব দেশে কার্বন নিঃসরণের হার ৬ শতাংশ কমেছিল। এ বছর চীন, ভারত এবং আর্জেন্টিনাও তাদের ২০১৯ সালের কার্বন নির্গমন মাত্রা ছাড়িয়ে যাওয়ার পথে।

ক্লাইমেট ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুসারে, এ বছর জি-২০ দেশগুলোতে কয়লার ব্যবহার ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী থাকবে চীন। যুক্তরাষ্ট্র ও ভারতেও কয়লার ব্যবহার বাড়ছে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত জি-২০ দেশগুলোতে গ্যাসের ব্যবহার ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button