

বেশ কিছু দিন ধরে নিত্যপণ্যের বাজারে শুরু হওয়া অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। কিছু পণ্যের দাম বেড়ে কিছুটা কমলেও নতুন করে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। কয়েক দিন আগে ব্রয়লার মুরগির দাম হুট করে অস্বাভাবিক বেড়ে যায়। ২১০ টাকা থেকে নেমে নিত্যপণ্যটি এখন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে নতুন আসা শিম বিক্রি হচ্ছে একই দরে। কাঁচামরিচের ঝাল অনেকটা কমে এসেছে।শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই তথ্য মিলেছে। কিছু দিন আগে হঠাৎ দাম বেড়ে যায় ডিমের দাম। হালি পৌঁছায় ৫৫ টাকায়। কোথাও কোথাও ৬০ টাকার ওপরেও বিক্রি হয়। পরে সে দাম কিছুটা কমে আসে। শুক্রবার ৪৫ টাকা হালি দরেই বিক্রি হচ্ছে ব্রয়লারের ডিম। আর মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।