সারাদেশ

তালতলীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখল মামলা প্রত্যাহার দাবীতে মানব্বন্ধন।

নিজস্ব সংবাদদাতা

বরগুনার তালতলীতে মিথ্যা হত্যা মামলায় আসামি করে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকার পাঁচ শতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকির হাট বাজারে মানববন্ধনে বক্তরা বলেন,২০১৪ সাল থেকে নিদ্রার চর গ্রামের জলিল খানের সাথে, হারুন ফরাজী ও জালাল ফরাজীদের জমি জমা সংক্রান্ত দেওয়ানি মামলা চলছে।

হঠাৎ গত বছরের পহেলা অক্টোবর জলিল খানের পুত্র ইয়াকুবের সাথে, হামিদ মিস্ত্রির ছেলে খলিলের সাথে পাওনা টাকা নিয়ে কথার কাটাকাটি হয়। ঐ সময় খলিলের লাঠির আঘাতে গুরুতর আহত হয় ইয়াকুব, পড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহত ইয়াকুবের বাবা জলিল খান খলিলসহ যাদের সাথে বিরোধ চলমান তাদেরকে আসামি করে মামলা করেন। সেই মামলায় হারুন ফরাজী, জালাল ফরাজী ও রহমান ফরাজী কে ষড়যন্ত্রমূলক জমি দখলের জন্য আসামি করা হয়।

এরপর তাদেরকে এলাকার ছাড়া করে তাদের জমি দখল করে জলিল খান। উক্ত ঘটনা বিষয় মানববন্ধনে বক্তারা বলেন, খলিল এবং নিহত ইয়াকুবের সাথে ঝগড়াঝাঁটির সময় উক্ত মামলার আসামিরা উপস্থিত ছিল না। তাদেরকে মিথ্যা হয়রানি মুলক মামলায় আসামি করা হয়েছে। বক্তারা এই মিথ্যা হয়রানি মূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। এলাকার যুবলীগ নেতা মোঃ আব্দুল হাই আকনের সভাপতিত্বে বক্তব্য রখেন বেল্লাল হাওলাদার, মাসুম আকন, ছালমা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button