ধর্মসারাদেশ

রাখাইন দের প্রবারণা উৎসবঃ উড়বে শত শত ফানুস

আর. আই. রেজা

বরগুনার তালতলী রাখাইন পল্লীতে শুরু হয়েছে প্রবারণা উৎসব। উৎসবকে ঘিরে আদিবাসী পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। আজ রাতে আকাশে উড়ানো হবে শতশত ফানুস।

রবিবার সকাল থেকে তালতলীপাড়া, ছাতনপাড়া, নামিশেপাড়াসহ বিভিন্ন পাড়ার বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনা। এর মধ্য দিয়ে সূচনা হচ্ছে এ উৎসব।

জানা গেছে, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমার মূল তাৎপর্য হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ। উৎসবকে ঘিরে বৌদ্ধবিহারগুলো সেজেছে নতুন সাজে। বৌদ্ধ ধর্ম অনুযায়ী আষাড়ে পূর্ণিমায় বৌদ্ধভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয়ে শেষ হয় এই পূর্ণিমায়। প্রায় ৩ মাস বর্ষাব্রত শেষে কার্তিকের পূর্ণিমার তিথিতে প্রবরণা উৎসব হয়। এ সময় বিহারগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। আর রাতে আকাশে ওড়ানো হয় নানা রঙের ফানুস। এই দিনে আপ্যায়ন, অভিলাস পূরণ, ধ্যানশিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে সকালে পরিষ্কার পোশাকে বিভিন্ন বিহারে গমন করে রাখাইনরা।
তালতলী রাখাইন সম্প্রদায়ের নেতা মি. মং খেলা দি বেঙ্গল টাইমকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপজেলার ১৩টি রাখাইন পাড়ার এ উৎসব পালন হবে একযোগে।

মসজিদে ঢুকে ব্যাংকারকে ছুরিকাঘাত; আটক হামলাকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button