

আবার করোনায় সনাক্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে সারা বিশ্বব্যাপী।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লক্ষ ৫ হাজার ২০১ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন।
৬ নভেম্বর শনিবার আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লক্ষ ৭০ হাজার ৫৮১। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৮৯০ জনের। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭৮ জন। আরে পর্যন্ত করোনাভাইরাস এ আক্রান্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৪ হাজার ৪৭৮ জন।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫০৯ জন।
করোনায় ভারতে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৯২৩ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে।
দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ নয় হাজার ১১২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৬৬০ জন।