তালতলীতে পুকুরে গোসল করতে নেমে না ফেরার পথে চলে গেলেন বন প্রহরী

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

বরগুনার তালতলীতে পুকুরের পানিতে গোসল করতে নেমে স্যামল চন্দ্র সরকার (৫৫) নামের এক বন প্রহরীর মৃত্যু হয়েছে।

রবিবার (১০নভেম্বর) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামের, ফরেস্ট অফিসের পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। বন প্রহরীর স্যামল চন্দ্র সরকার ঢাকা জেলার ধামরাই মুন্সিচর নিকলা এলাকার মৃত সুকলাল চন্দ্র সরকারের পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বন বিভাগের নৌকা চালক মো.মেহেদী জানান, মারিয়া নামের একটি শিশু প্রথমে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।এরপর তার ডাক চিৎকারে আমরা আশপাশের লোকজন দের সহয়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছকিনা বিট কর্মকর্তা মো.মোশাররফ হোসেন বলেন, প্রায় ১০ মাস আগে স্যামল চন্দ্র সরকার এখানে বন প্রহরী হিসেবে আসেন। আগেথেকেই তিনি অসুস্থ ছিলেন তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কালাম খান বলেন, পানিতে ডুবে মৃত্যুর কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে এবং তার স্বজনরা তালতলী আসতেছে। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন