ক্যাম্পাসশিক্ষা

ভেটদের কটুক্তি করায় পবিপ্রবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নুসরাত জাহান মালিহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন ( এএনএসভিএম) অনুষদীয় ক্যাম্পাসে আজ দুপুর ১২ ঘটিকায় ঢাবি শিক্ষক ড. নূরজাহান সরকারের ভেটদের কটুক্তির প্রতিবাদে সাধারন ভেটেরিনারি শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্যাম্পাস বঙ্গবন্ধু ম্যুরালের সামনে।

সেসময় উপস্থিতিরা বিভিন্ন প্রতিবাদ প্লাকার্ড ফেস্টুন প্রদর্শন করেন।

জিয়াদ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আহসানুর রেজা।

এসময় ডিভিএম ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান আকিমুল বলেন, ” বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ নাম্বার ওয়ান। ভেটদের নিয়ে ড. নূরজাহান সরকারের বক্তব্য প্রত্যাহার করতে হবে। ভবিষ্যৎ আর কোন অবমাননা করা হলে ভেটসমাজ একত্রিত হয়ে ভেটসমাজের অহংকার, ভেটরত্ন ড. হাবিবুর রহমান মোল্লা ভাইয়ের নেতৃত্বে বিভিএ, সকল জেলা ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন সহ সাধারন শিক্ষার্থীরা একত্রিত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

জিয়াদ আল মামুন বলেন, ” ভেটেরিনারিয়ানদের স্বার্থ সংলিষ্ট প্রশ্নে কোনো আপোশ নাই। পবিপ্রবির সাধারন ভেটেরিনারি শিক্ষার্থীরা পেশার স্বার্থে যে কোনো মুহূর্তে কঠোর থেকে কঠোরতর অবস্হানে যেতে পিছপা হবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button