অধিনায়ক সাকিব নাকি লিটন বললেন বিসিবি

নিউজ ডেস্ক

তবে কি আবারও তিন সংস্করণেই অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান? প্রশ্নটা উঠছে কারণ, পরশু বিসিবি সভাপতি নাজমুল হাসান সরাসরিই বলে দিয়েছেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে

আগে থেকেই টেস্ট এবং টি–টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা সাকিবেরও নাকি ওয়ানডে দলের দায়িত্ব নিতে আপত্তি নেই। বাংলাদেশ দলকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়াটা তাঁর জন্য নতুন কিছুও নয়।

অবশ্য বিসিবি সাকিবকে ওয়ানডের নেতৃত্ব দিয়ে টেস্টের নেতৃত্ব অন্য কাউকে দেয় কি না, সেই প্রশ্নও আলোচনায় ভালোভাবেই আছে। বিসিবির একটা ধারণা যে বয়স ৩৬ হয়ে যাওয়া সাকিব হয়তো টেস্ট ক্রিকেটটা আর নিয়মিত খেলবেন না। বোর্ডের কারও কারও দাবি, সাকিবই নাকি এটা তাঁদের বলেছেন।

ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে শুরু করে ২০২৪ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের টেস্ট খেলার কথা ১৪টি। ওয়ানডে, টি–টোয়েন্টি তো আছেই; সাকিবের জন্য এর সঙ্গে যোগ হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। সব মিলিয়ে নিয়মিত টেস্ট খেলাটা তাঁর পক্ষে কতটা সম্ভব হবে, সে একটা প্রশ্ন তো বটেই। আর টেস্ট ক্রিকেট তো আরও আগে থেকেই তিনি খেলছেন বেছে বেছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
2টি মন্তব্য