

বিশ্ব করোনা মহামারীর ধাক্কা যেতে না যেতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ,চীন তাইওয়ান উত্তেজনা এর চাইতেও বড় মহামারী দেশীয় সোশ্যাল মিডিয়া নানা বিভ্ৰান্তিমূলক উস্কানি,বিরোধীদের সরকার পতনের নানা কৌশল তাতে যদি শ্রীলংকা আফগানিস্তান বানানো লাগে তাতেই কিছু যায় আসে না ۔বিনিময় ক্ষমতার স্বাধ
কিন্তূ দুঃখের বিষয় দীর্ঘ মেয়াদি দল ক্ষমতায় আর তাকে পুঁজি করে যারা পদ পদবি নিয়ে ভালো খেয়ে মোটাতাজা হয়েছেন এরা এখন ব্যাস্ত মাই ম্যান বা রাজনীতিতে পারিবারিক বলয় অথবা নিজের স্বার্থে নিজ দলের অন্য নেতাদের ঘায়েল করা নিয়ে
সরকার বিরোধী এসকল চক্রান্ত, মিথ্যা বিভ্রান্ত,নানা ষড়যন্ত্র ইত্যাদি বিষয় তাদের কোন মাথা ব্যথা নাই ,পারলে তারা শেখ হাসিনার সিদ্ধান্ত বা নির্দেশ কেই বৃদ্ধাঙ্গুলি দেখায় কারণ কখনো কখনো তাদের স্বার্থের বাইরে সিদ্ধান্ত নেন ۔
কথা হলো দিন রাত পরিশ্রম করে বিরোধীদের নানা সমালোচনা উপেক্ষা করে যে নেত্রী আপনাদের ক্ষমতার স্বাদ ভোগ করার সুযোগ টা করে দিচ্ছেন অন্তত তার দিক বিবেচনা করে আবার কয়টা দিনের জন্য ব্যাক্তি স্বার্থ ভুলে দল ,দেশ ও দেশের মানুষের কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ান আবার আগামী পাঁচ বসর নিশ্চিন্তে থাকতে পারবেন ۔
বিশ্ব এক চরম ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে ۔আপনার যদি দেশ দল ও দেশের মানুষই না থাকে আপনার একার কাছে হাজার কোটি টাকা থাকলেও না খেয়েই মরতে হবে ۔
সমালোচনা হোক তবে সেটা যাতে তথ্য নির্ভর হয় সে জন্য আওয়ামীলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দদের সচেতন থাকা ও মানুষ কে সঠিক টা তুলে ধরা এই সময় খুব গুরুত্বপূর্ণবিশ্ব করোনা মহামারীর ধাক্কা যেতে না যেতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ,চীন তাইওয়ান উত্তেজনা এর চাইতেও বড় মহামারী দেশীয় সোশ্যাল মিডিয়া